সিটিজেন চার্টার
Ø উদ্বুদ্ধকরণ, দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে ১৮-৩৫ বৱসর বছর বয়সী বেকার যুবদের কর্মসংস্থান ও কর্মসংস্থানে নিয়োজিত করা।
Ø প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব ঋণ প্রদান।
Ø যুব সংগঠন কে তালিকা ভূক্ত করা।
Ø যুব সংগঠনকে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান।
Ø সফল আত্মকর্মী যুবদেরকে জাতীয় যুব পুরস্কার প্রদান।
Ø অনুৎপাদনশীল যুব গোষ্ঠীকে সু-সংগঠিত, সু-শৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা।
Ø জাতীয় উন্নয়ন কর্মকান্ডে ব্কোর যুবদের সম্পৃক্ত করা।
দূর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি আর্থ-সামাজিক কার্যকলাপে যুবদের সম্পৃক্ত করা এবং সমাজ বিরোধী কার্যকলাপ, মাদক দ্রব্যের অপব্যবহার, যৌতুক ও বাল্য বিবাহের কুফল, এইচ.আই.ভি/এইড্স এবং এসটিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS